গ্রিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি আলোচনা করো

গ্রিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি

পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার মাতৃভূমিই ছিল প্রাচীন গ্রিস। বর্তমান কালেও রাষ্ট্রদর্শনের উৎকর্ষের কথা বলতে হলে প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার কথা দিয়েই শুরু করতে হয়। গ্রিকদের কৌতূহলী দৃষ্টিভঙ্গি, সত্যের প্রতি আগ্রহ, যুক্তির প্রতি আস্থা-সহ বিবিধ বিষয়গুলিই রাষ্ট্রচিন্তার বিকাশের অনুকূল শর্ত বলে বিবেচিত হয়ে থাকে। গ্রিক – রাষ্ট্রচিন্তাবিদদের আলোচনার বিশ্লেষণের মাধ্যমে রাষ্ট্রচিন্তার যে প্রকৃতি উদ্‌ঘাটিত হয়েছে, তা নিম্নে আলোচনা করা হল-

(i) রাষ্ট্রচিন্তার উদ্ভব

গ্রিক সভ্যতা ও সংস্কৃতির অগ্রগতির সূচনাকাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। এই সময় থেকে গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রের উদ্ভব হয়, যা Polis নামে পরিচিত। নগররাষ্ট্রগুলির সুপরিবেশের কারণে বিভিন্ন শ্রেণির মানুষজন রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি নানা বিষয়ে আলোচনায় অংশগ্রহণের অধিকারভোগ করতে পারতেন। তবে বিশেষত প্রভাবশালী ব্যক্তিদের কায়িক শ্রম থেকে অব্যাহতি ও বিশেষ সুযোগসুবিধা লাভের দরুন শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, দর্শন বিষয়ে গভীর চিন্তাভাবনা বা গবেষণামূলক কাজকর্মে তারা নিজেদের নিয়োজিত রাখতে পেরেছিলেন। পণ্ডিতগণের এইরূপ দর্শনচিন্তা থেকেই রাষ্ট্রচিন্তার পটভূমি প্রস্তুত হয়েছিল।

(ii) পরিপূর্ণতা

প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তাবিদরাই প্রথম উপলব্ধি করেছিলেন যে, মানুষ শুধু সামাজিক জীব নয়, রাজনৈতিক জীবও। তারা মানুষকে সমাজ তথা রাষ্ট্রের সদস্য হিসেবে উপলব্ধির চেষ্টা করার পাশাপাশি মনে করতেন যে, ব্যক্তিমানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে রাষ্ট্রের অধীনে।

(iii) সীমিত নাগরিকত্ব

গ্রিক রাষ্ট্রচিন্তায় বিশেষ কয়েকটি শ্রেণিকেই নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। এইরূপ রাষ্ট্রচিন্তায় ক্রীতদাসেরা নাগরিকত্ব থেকে বঞ্চিত ছিল। ক্রীতদাসেরা রাষ্ট্রের প্রতি দায়দায়িত্ব পালনে অসমর্থ বলেই মনে করতেন গ্রিক রাষ্ট্রচিন্তাবিদরা।

(iv) তুলনামূলক শাসনব্যবস্থা

গ্রিক চিন্তাবিদরাই প্রথম রাজনীতিশাস্ত্রে তুলনামূলক শাসনব্যবস্থার উল্লেখ করেন। তাছাড়া বলা প্রয়োজন যে, গ্রিক রাষ্ট্রদর্শনে শাসক শ্রেণি ও রাষ্ট্রব্যবস্থার একাত্মতার বিষয়টিও প্রাধান্য পেয়েছে। এখানে শাসক শ্রেণির দ্বারাই রাষ্ট্র এবং সংবিধানের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে।

(v) অসাম্যে আস্থা

গ্রিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি বিশ্লেষণে অসাম্যে বিশ্বাস -এই বিষয়টির কথা উল্লেখ্য। গ্রিক রাষ্ট্রতাত্ত্বিকগণ সাম্যকে অবাস্তব ও অবাঞ্ছনীয় ধারণা হিসেবে মনে করতেন।

(vi) আইনের ধারণা

গ্রিক রাষ্ট্রচিন্তায় আইনের মূল উৎসই হল বিশ্বপ্রকৃতি। প্রথমাবস্থায় আইন ও ধর্ম সংযুক্ত ছিল এবং আইনের প্রকৃতি নির্ধারিত হত প্রথা ও ঐতিহ্যের ভিত্তিতে। কালক্রমে রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগের বিষয়টি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইন লিখিত ও সংকলিত হতে শুরু করে। এক্ষেত্রে স্পার্টায় লাইকারগাস, এথেন্সে ড্রেকো ও সোলন বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

আরও পড়ুন – শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ প্রশ্ন উত্তর

Leave a Comment