গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত উল্লেখ করো

গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত উল্লেখ করো।

রাষ্ট্রনৈতিক তত্ত্বে সর্বোৎকৃষ্ট আদর্শ শাসনব্যবস্থা হিসেবে গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত হল –

জাতীয় সংহতি ও ঐক্য: গণতন্ত্রের সাফল্যের জন্য জাতীয় সংহতি ও ঐক্য থাকা প্রয়োজন। মিল-এর মতে, জাতির ভিত্তিতে রাষ্ট্রগঠন গণতন্ত্রের বিকাশের পক্ষে জরুরি। জনগণের মধ্যে জাতীয় ঐক্যবোধ না থাকলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। সামাজিক ঐক্যবোধের জন্য জাতিভেদ প্রথা-সহ অন্যান্য সামাজিক বৈষম্যের বিলুপ্তি প্রয়োজন।

স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ: অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতির কথা বলেন। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ না হলে জনগণ ন্যায়বিচার পেতে পারে না। এরূপ ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান অন্তরায়। ফলত, কেবলমাত্র বিচার বিভাগই নয়, সমগ্র গণতান্ত্রিক শাসন কাঠামোর উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলে।

Leave a Comment