গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত উল্লেখ করো।
রাষ্ট্রনৈতিক তত্ত্বে সর্বোৎকৃষ্ট আদর্শ শাসনব্যবস্থা হিসেবে গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত হল –
জাতীয় সংহতি ও ঐক্য: গণতন্ত্রের সাফল্যের জন্য জাতীয় সংহতি ও ঐক্য থাকা প্রয়োজন। মিল-এর মতে, জাতির ভিত্তিতে রাষ্ট্রগঠন গণতন্ত্রের বিকাশের পক্ষে জরুরি। জনগণের মধ্যে জাতীয় ঐক্যবোধ না থাকলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। সামাজিক ঐক্যবোধের জন্য জাতিভেদ প্রথা-সহ অন্যান্য সামাজিক বৈষম্যের বিলুপ্তি প্রয়োজন।
স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ: অনেকে আবার গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতির কথা বলেন। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ না হলে জনগণ ন্যায়বিচার পেতে পারে না। এরূপ ব্যবস্থা গণতন্ত্রের সাফল্যের পথে প্রধান অন্তরায়। ফলত, কেবলমাত্র বিচার বিভাগই নয়, সমগ্র গণতান্ত্রিক শাসন কাঠামোর উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলে।