‘আগুন’ নাটকের প্রথম দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো
ঘটনাপ্রবাহ
বিজন ভট্টাচার্য রচিত ‘আগুন’ নাটকের প্রথম দৃশ্যে ভোরের অস্পষ্ট আলোয় দেখা যায়, এক দরিদ্র পরিবারের ঘরে রয়েছে কিছু সাংসারিক প্রয়োজনের জিনিস। মেঝের উপর ঘুমন্ত তিনটি মানুষ। প্রথমে পরিবারের কর্তার ঘুম ভাঙে। শুয়ে শুয়ে বিড়ি ধরায় সে। ভাবে তাড়াতাড়ি উঠে চালের লাইনে দাঁড়াতে না পারলে চাল পাওয়া যাবে না। সে গা-ঝাড়া দিয়ে উঠে বসে। পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীর গায়ে ঠেলা দিয়ে জাগানোর চেষ্টা করে। কলমি শাক, দাঁতনকাঠি আর কলা ইত্যাদি ঘরে রাখা আছে।
ওগুলো বাজারে বিক্রি করে সেই পয়সা নিয়ে তার স্ত্রী চালের লাইনে দাঁড়াবে। সে যত আগে লাইন দিতে পারবে, চাল পাওয়ার নিশ্চয়তা তত বেশি। তাই স্ত্রীকে ঘুম থেকে উঠতে বলে গামছা কাঁধে লোকটি বেরিয়ে যায়। পরক্ষণেই গৃহকর্ত্রী উঠে পড়ে। ছেলে নেত্য ওরফে নিতাইকে ঘুম থেকে উঠতে বললে ছেলে বিরক্ত হয়। সে বলে, এই এক জ্বালা হয়েছে রোজ চালের লাইনে দাঁড়ানো, একটু ঘুমোনোর উপায় নেই। মা তাকে বলে যে দুপুরে ঘুমোনো যাবে, এখন যেতে হবে চালের লাইনে। বিক্রির জিনিসগুলি নিয়ে মা ও ছেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়।
আরও পড়ুন – আগুন নাটকের প্রশ্ন উত্তর