আগুন’ নাটকটি কোন্ পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো

আগুন’ নাটকটি কোন্ পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো

পটভূমি

১৯৪৩ সালে তথা ১৩৫০ বঙ্গাব্দে বাংলায় যে মন্বন্তর বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই খাদ্যসংকটের পটভূমিতে বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নাটকটি রচিত।

বিষয়বস্তু

‘আগুন’ নাটকটির মূল বিষয়বস্তু তেতাল্লিশের মন্বন্তর এবং তার ফলে সৃষ্ট খাদ্যাভাব। সেই সময়ে বঙ্গদেশে অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত ফসল ফলেনি। খেতের শস্য খেতেই শুকিয়ে নষ্ট হয়ে যায়। ফলে, খোলা বাজারে চাল-ডাল ও অন্যান্য খাদ্যশস্যের অভাব দেখা দেয়। মজুতদাররা মজুত খাদ্য কালোবাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি করে মুনাফা করা শুরু করে আর হাজার হাজার মানুষ অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে থাকে।

রেশনিং ব্যবস্থার মাধ্যমে কোনো কোনো দোকান থেকে বেশি দামে স্বল্প পরিমাণে চাল দেওয়া হয়। সবাই লাইনে দাঁড়ায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ কেউ চাল পায় না। দরিদ্র-হতদরিদ্র-মধ্যবিত্ত, কৃষক- শ্রমিক-কেরানি, হিন্দু-মুসলমান, বাঙালি-ওড়িয়া সকলেই এক সারিতে এসে দাঁড়ায় একটু চালের আশায়। খিদে সব বিভাজন, সব ভেদাভেদ ভুলিয়ে সবাইকে এক করে দেয়। শেষ দৃশ্যে ওড়িয়া ব্যক্তি বলে, খাওয়ার জন্য সবারই চাল দরকার। তাই তৃতীয় পুরুষ বলে, ‘এখন বাঁচতে হবে। বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস।’-এই বার্তা এবং মন্বন্তরক্লিষ্ট সময়ের প্রতিচ্ছবি আলোচ্য নাটকের উপজীব্য।

আরও পড়ুন – আগুন নাটকের প্রশ্ন উত্তর

2 thoughts on “আগুন’ নাটকটি কোন্ পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো”

Leave a Comment