বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় বিদ্যমান? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো?
বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তপ্রায় একটি শাসনব্যবস্থা। সুইটজারল্যান্ডের কয়েকটি ক্ষুদ্র ক্যান্টনে (canton) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় সরকার পরিচালনায় এই ব্যবস্থা প্রচলিত রয়েছে।
সংকীর্ণ অর্থে গণতন্ত্র: সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে মূলত গণতান্ত্রিক শাসনব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার (Democratic Government)-কেই বোঝায়। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে অনেকেই জনগণের শাসনকে বুঝিয়েছেন। জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসনব্যবস্থাকেই এঁনারা গণতন্ত্র বলে অভিহিত করার পক্ষপাতী।