গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল কথা কী?
গণতন্ত্র গণতন্ত্র হল এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের ইচ্ছা অনুসারে শাসনকার্য পরিচালিত হয়। এখানে জনগণের কর্তৃত্বই প্রধান। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের নীতি প্রণয়ন করে থাকে এবং তাদের স্বার্থেই তা প্রয়োগ করা হয়। এখানে জনগণই ক্ষমতার উৎস ও পরিচালকরূপে পরিচিত।
গণতন্ত্রের মূল কথা হল – জনগণের কর্তৃত্ব বা শাসন। অর্থাৎ এইরূপ শাসনব্যবস্থায় জনগণই হল চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী।