একনায়কতন্ত্র কাকে বলে

একনায়কতন্ত্র কাকে বলে?

একনায়কতন্ত্রের ধারণা: উদ্ভবগত দিক থেকে একনায়কতন্ত্র Dictatorship-এর বাংলা প্রতিশব্দ। এটি লাতিন শব্দ Dictatus থেকে উদ্ভুত। Dictatus-এর অর্থ চরম ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এই শাসনব্যবস্থার মূল মন্ত্রই হল, “একজাতি, একরাষ্ট্র এবং একনায়ক।” যখন কোনো রাষ্ট্রে একজন ব্যক্তি বা গোষ্ঠী বলপূর্বক রাজনৈতিক ক্ষমতা দখল করে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে, তখন তাকে একনায়কতন্ত্র বলা হয়।

Leave a Comment