উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো

উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।

উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল-

রাজনৈতিক ক্ষেত্রে সাম্য: উদারনৈতিক গণতন্ত্রে জনগণই হল রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস। এখানে রাজনৈতিক সাম্যের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। বর্তমান রাষ্ট্র মূলত আয়তন ও আকৃতিতে বিশাল ও বিপুল। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে এক ব্যক্তি এক ভোট-এই নীতির ভিত্তিতে নাগরিকদের ভোটদানের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এখানে।

গণমাধ্যমের স্বাধীনতা: এরূপ শাসনব্যবস্থায় সংবাদপত্র, বেতার মাধ্যম, দূরদর্শন প্রভৃতি গণমাধ্যমগুলির অবাধ স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ফলে কোনোরূপ বাধানিষেধ, নিয়ন্ত্রণ ব্যতীতই গণমাধ্যমগুলি সরকারি ক্রিয়াকলাপের সমালোচনা করতে সক্ষম।

Leave a Comment